গুগল অ্যাডসেন্স কি? গুগল অ্যাডসেন্স পাওয়ার শর্ত সমূহ,Google AdSense 2023


  গুগল অ্যাডসেন্স 

 গুগল এডসেন্স কি:

এডসেন্স হলো গুগোল এর একটি এড নেটওয়ার্ক এটি ওয়েবসাইট, ইউটিউব আর এন্ড্রয়েড এ্যাপ্লিকেশনের মালিককে প্রাসঙ্গিক বিজ্ঞাপন প্রদর্শিত করে টাকা আয় করতে সাহায্য করে  এটি এডভার্টাইজিং প্ল্যাটফর্ম গুগোল দ্বারা 2003 সালে এটিকে লঞ্চ হয় বর্তমানে এটি একটি সবথেকে জনপ্রিয় এড নেটওয়ার্ক হয়ে উঠেছে আর 16 মিলিয়ন এর বেশি ওয়েবসাইট এটির ব্যবহার করেন 

এটিতে মূলত দুই শ্রেণীর লোক কাজ করে


 Publishers: এরা মূলত এড প্রচার করে টাকা ইনকাম করেন।(হোস্টেড একাউন্ট)  

Advertisers: যারা এড প্রচার করার জন্য গুগলকে টাকা দেয়. (নন হোস্টেড একাউন্ট)

গুগল এডসেন্স এর কাজ:

 গুগল এডসেন্স এর প্রধান কাজ হলো এড পাবলিশ করা


গুগল অ্যাডসেন্স পাবার শর্তঃ

1। আপনার ব্লগ বা ওয়েবসাইট নুন্যতম 1 মাস পুরনো হতে হবে। ব্যাতিক্রম হতে পারে যদি আপনার ওয়েবসাইট ক্যাটেগরি একক হয় এবং আপনি সুন্দর করে সাজাতে পারেন তাহলে ১ মাসেও সম্ভব।

2। আপনার ওয়েবসাইটে মিনিমাম ১৫-২০ টা ইউনিক পোস্ট থাকতে হবে। পোষ্ট গুলো অবশ্যই আপনার ওয়েবসাইটের ক্যাটেগরির সাথে মিল থাকতে হবে।

3। আপনার ওয়েবসাইটে সকল পোস্ট/আরটিকেল ইউনিক হতে হবে। কোথাও থেকে কপি করে দেয়া যাবেনা।

4। অন্য কোন নেটওয়ার্ক এর এড আপনার সাইটে থাকলে, অ্যাডসেন্স আবেদনের পূর্বেই তা স্থগিত রাখুন। গুগল সাধারণত ফ্রেশ ওয়েবসাইট পছন্দ করে।

5। আপনার ওয়েবসাইট Adult রিলেটেড হওয়া যাবেনা।

6। হোম পেইজ/লেন্ডিং পেইজ সিম্পল রাখুন। সাইট লোডিং টাইম ৩ সেকেন্ডের মধ্যে রাখুন। কারন গুগল স্লো সাইট পছন্দ করেনা। আপনার সাইট স্পীড টেস্ট করুন।

8। অ্যাডসেন্স কোড আপনার সাইটে সঠিক ভাবে বসান।

9।  ব্লগের পেইজ টাইপ, প্রকার / ডিজাইন ঠিক হতে হবে

10।  Privacy Policy, T&C ও Contact Us পেইজ থাকতেই হবে

সকল শর্ত মেনে অ্যাডসেন্স আবেদন করে থাকলে গুগল সাধারণত 10-14 দিন সময় নেয় সাইট রিভিউ করার জন্যে।সব কিছু ঠিক থাকলে তারা তাদের পার্টনার প্রোগ্রামে নিয়ে নেয়।


ইনকাম:

 ইনকাম আপনার আর্টিকেল লেখা এবং ওয়েবসাইট প্রচারের উপর নির্ভর করে। আপনার সাইটে যত বেশি ভিজিটর আসবে তত বেশি আপনার CPM হবে। আর CPM বাড়লে CTR এমনিতেই বাড়তে থাকবে।



CPC, CPM, CTR PPC কি:

CPC- Cost Per Click : এই CPC মানে অ্যাড গুলোতে প্রতি ক্লিকে গুগল কত $ দিবে । গুগল অ্যাডসেন্স থেকে আয়ের সবচেয়ে ভালো উপায় হলো CPC. এর মানে, আপনার অওয়েবসাইটের ভিজিটর যতবার আপনার অ্যাড এ ক্লিক করবে আপনি টাকা পাবেন। তারমানে এই না, নিজেই নিজের অ্যাড এ ক্লিক করা যাবে।

CPM- Cost per thousand Impression : ভিজিটর আপনার অ্যাড যতবার ভিউ করলো। প্রতি এক হাজার বার ভিউ এর জন্যে গুগল আপনাকে টাকা পে করবে।

CTR- Click Through Rate : আপনার কত শতাংশ ভিজিটর অ্যাড এ ক্লিক করলো। সাধারণত CTR ৫-১০% হওয়া ভালো।আপনি যদি বেশি CPC কিওয়ার্ড দিয়ে আর্টিকেল সাজাতে পারেন তবে ৫-১০% CTR দিয়েও খুব ভালো ইনকাম করা যায়।

PPC– Pay Per Click : বিজ্ঞাপনদাতার উপর গুগল এই মেথড ফলো করে। এর মানে আপনার ওয়েবসাইট এ যে বিজ্ঞাপন গুগল দিবে তার উপর প্রতি ক্লিকে গুগল বিজ্ঞাপনদাতা থেকে যে অর্থ নিবে সেটাই PPC ।

গুগল অ্যাডসেন্স এত জনপ্রিয় কেন:

Google Adsense সবচেয়ে পুরনো Ads নেটওয়ার্কগুলির একটি এবং Pay Per Click / CPM অন্যান্ন সকল সিস্টেম আছে।Google Adsense হচ্ছে Google এর একটি Product তাই এর জনপ্রিয়তা অনেক।
Google Adsense এর হাজার হাজার Advertiser এবং Publisher রয়েছে। ভালো সার্ভিস দিয়ে Google Adsense তাদের মন জয় করে নিয়েছে।

 

এডসেন্স থেকে টাকা নেয়ার উপায়:

গুগল এডসেন্স একাউন্টে আপনার প্রতিদিনের রেভিনিউ জমা হবে। সেখানে আপনার ড্যাশবোর্ড থাকবে। প্রতিদিন কত টাকা আয় হচ্ছে তা জানতে পারবেন। গুগোল অ্যাডসেন্সে অ্যাপ্রভাল পাওয়ার পরপরই এই প্রসেস শুরু হয়ে যায়। আপনি গুগল এডসেন্স একাউন্ট থেকে এড কোড নিয়ে সাইটের বিভিন্ন জায়গায় বসাতে পারেন। অথবা অটো এডস চালু রাখতে পারেন। 

এতে করে এড শো করবে। এবং উপার্জন শুরু হবে। আপনি তখনই টাকা তুলতে পারবেন যখন আপনার Thresold অতিক্রম হবে। মানে ১০০ ডলারের বেশি উপার্জন হলেই, এখান থেকে পেমেন্ট পাবেন।  আপনি গুগল এডসেন্সের ড্যাশবোর্ডে যান। সেখানে গিয়ে Payment অপশনে ক্লিক করুন। তারপর Payment Info অপশনে গেলে আসবে থ্রেসশল্ড। সেটা যখন অতিক্রম হবে তখনই আপনার টাকা চাইলে তুলতে পারবেন।

অ্যাডসেন্সে টাকা চাইলে আমরা দুইটি উপায় তুলতে পারেন।  ব্যাংক ওয়্যার ট্রান্সফার, চেক



এডসেন্স পেমেন্ট :

বেশিরভাগ প্রতিমাসের 2 তারিখে (ব্লগ এবং অ্যাপ্লিকেশন) আর 11 তারিখে (ইউটিউব) আপনার আগের মাসের earning আপডেট হয়ে যায় যদি আপনার আর্নিং $100 এর বেশি হয়ে যায় তাহলে সেই মাসের 21 তারিখে আপনার পেমেন্ট রিলিজ করে দেওয়া হয় যেটি আপনার ব্যাংক একাউন্টে তিন থেকে সাত দিনের মধ্যে পৌঁছে যায়আর যদি আপনারা Cheque এর মাধ্যমে পেমেন্ট নিতে চান তাহলে সেই cheque আপনার এড্রেস পর্যন্ত পৌঁছতে 20 থেকে 25 দিন সময় লেগে যায় আর আর ওই চেকটি পাওয়ার পর যখন আপনারা সেটি ব্যাংকে জমা দেবেন তখন সেটি clearance হতে 5 থেকে 10 দিন পর্যন্ত সময় লেগে যায়






Post a Comment

Previous Post Next Post