ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার উপায় 2022 pc and laptop

 ইউটিউব বর্তমান সময়ের কনটিং কনটেন্ট শেয়ারিং এর জন্য এটি সর্বোচ্চ মানের প্ল্যাটফর্ম। এখানে লক্ষ লক্ষ কনটেন্ট ক্রিয়েটর তাদের নিজস্ব কনটেন্ট শেয়ার করে থাকে। অন্যান্য প্ল্যাটফর্মের সঙ্গে তাল মিলিয়ে ইউটিউব তার নিজস্ব গতিতে প্রতিনিয়ত এগিয়ে চলছে। বর্তমান সময়ে ব্যবহারকারীর সংখ্যা 50 শতাংশেরও বেশি হয়ে দাঁড়িয়েছে। গুগলের মত ইউটিউবকে সর্বজান্তা হিসেবে অভিহিত করা হয় কারণ এমন কোন বিষয় নাই যে বিষয়টি ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায় না। গুগলের মত ইউটিউবে রয়েছে নিজস্ব নিয়ম  যেগুলোর বাহিরে ইউটিউব তাদের কার্যক্রম পরিচালনা করে না। যেমন তাদের এ কনটেন্ট ক্রিয়েটর এর কনটেন্ট অন্যজন তার নিজের নামে চালাতে  পারবে না ঠিক তেমনই একজনের কনটেন্ট  ডাউনলোড  করেও দেখতে পারবে না দেখতে গেলে তাকে তার সেই আগের মত করে সার্চ দিয়ে দেখতে হবে।


চলুন আমরা জেনে নেই কী ভাবে আমরা আমাদের পছন্দের ভিডিও টি কি ভাবে ডাউন লোড করব। আমরা কইনোই সোজা ইউটিউব  থেকে ডাউন লোড করতে পারব না। আমরা সুধু সেয়ার করতে পারব ইটিউব থেকে। ডাউনলোড করার জন্য আমাদের কে থার্ড পার্টি একটি সাইট ব্যবহার করতে হবে। 


ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার নিয়ম:




১.আমাদের কে গুগল এ গিয়ে লিখতে হবে LOADER.TO  তার পর সার্চ দিতে হবে  এর পর আমরা চলে যাব নিদৃষ্ট সাইড এ.






২.এর পর আমাদের কে আমাদের পছন্দের ভিডিওর  URL.   এনে URL অপশন এ পেস্ট করে দিতে হবে।






৩. এর পর FORMAT এ আমাদের কে সিলেক্টেড  করতে হবে আমারা কেমন মানের ভিডিও বা ওডিও নিতেচাই।




৪.এর পর ডাউন লোড আপসোন এ ক্লিক করে  একটু সময় আপেক্ষা করতে হবে যতক্ষন না ১০০% লোড না হয়।






৫.এর পর শেষ ধাপ এ আমাদের কে আবার ডাইনডোড এ ক্লিক করলে আমাদের সেই কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

এ ভাবে আমরা পিসি, ল্যাপটপ, মোবাইল এর মাধ্যমে ভিডিও ডাউনলোড করতে পারব খুব সহজে। কোন ঝামেলা ছাড়া।


#ইউটিউব থেকে পিসিতে ভিডিও ডাউনলোড

#ল্যাপটপ দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড

#খুব সহজে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড

#ল্যাপটপ দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড

#পিসি দিয়ে ইউটিউবের ভিডিও ডাউনলোড


Post a Comment

Previous Post Next Post