মা হতে চলেছেন পরীমনি, গোপন রাখলেন না সন্তানের বাবা কে
পরীমনি,পরীমনি,
পরীমনি- পরীমনিকে নিয়ে বিতর্কের কোনও অভাব নেই৷ মাদক বিতর্কের পর বাংলাদেশের এই অভিনেত্রীকে নিয়ে নতুন বছরের শুরুতে আর কোনও বিতর্ক নয়, শোনালেন একটি সুখবর ৷
মা হতে যাচ্ছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। সন্তানের বাবা তরুণ অভিনেতা,মডেল শরিফুল রাজ।সবাইকে চমকে দিয়ে অভিনেত্রী জানালেন তিনি সন্তানসম্ভবা ৷তিনি গুলশানের একটি হাসপাতাল থেকে শারীরিক পরীক্ষা করিয়ে বেরিয়েই একসঙ্গে একটি ছবি পোস্ট করে তা নিশ্চিত করেন তার অফিসিয়াল ফেসবুক পেজে ৷ সেখানে পরীমনিকে ধন্যবাদ জানিয়েছেন রাজ।
এদিকে সোমবার দুপুরে একটি ছবি শেয়ার করে শরিফুল রাজ লিখেছেন, অভিনন্দন রাজ। ধন্যবাদ পরী।একই ছবি শেয়ার করে পরীমনিও লিখেন, অভিনন্দন পরী, ধন্যবাদ রাজ।
’ পরীমনি জানান, চিকিৎসক তাঁকে একটু সাবধানে চলাফেরা করতে বলেছেন।আর তাই আগামী দেড় বছর শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন পরীমনি৷পরীমনি আরো জানান বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে চাই।