মোবাইল দিয়ে টাকা আয় করার সেরা 10 উপায় – 2022

 




 আপনি কি ঘরে বসে আপনার মোবাইল থেকে কিছু কাজ করে অর্থ উপার্জন করতে চান, তবে আমরা এখানে বাংলাতে জানব যে মোবাইল দিয়ে টাকা আয় করার সহজ উপায় 2022 এর জন্য আপনার অবশ্যই একটি অ্যান্ড্রয়েড ফোন থাকা উচিত।মোবাইলে কাজ করে টাকা ইনকাম করার জন্য বর্তমানে ইন্টারনেটে প্রচুর অ্যাপ বা ওয়েবসাইট পাওয়া যায়। তো চলুন শুরু করা যাক।


মোবাইল দিয়ে টাকা আয় করার উপায় কি?

  • ইউটিউব ভিডিও তৈরী করে
  • ব্লগিং করে
  • ফেসবুক থেকে ।
  • গুগল এডসেন্স
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • পেইড রিভিউ
  • ফটোগ্রাফ বা ভিডিও বিক্রি করে
  • টাকা ইনকাম করার অ্যাপস দিয়ে
  • ডেলিভারি সার্ভিস এর মাধ্যমে
  • রিসেলিং ব্যবসা করে
  • ফেসবুক ই-কমার্স দ্বারা
  • ইনভেস্টমেন্ট সাইট থেকে
  • ইন্সটাগ্রাম থেকে
  • সার্ভে কাজ করে
 আপনার মোবাইল থেকে অর্থ উপার্জনের জন্য খুব শিক্ষিত হওয়া প্রয়োজন নয়, আপনি দশম পাশ হলেও আপনার মোবাইল বা কম্পিউটারে অন্য ব্যক্তির মতো কাজ করে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন।মোবাইল দিয়ে টাকা ইনকাম করার একাধিক উপায় রয়েছে। যদি আপনার হাতে একটি ফোন আর ইন্টারনেট সংযোগ থাকে, তাহলেই এখনি নেমে পড়তে পারেন মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে।

চলুন আসা যাক এবার বিস্তারিত আলোচনা:

  • ইউটিউব ভিডিও তৈরী করে:

বর্তমানে স্কুল কলেজের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষরা পর্যন্ত এই মাধ্যমে টাকা ইনকাম করছে।এর জন্য আপনাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে এবং সেখানে নিয়মিত ভাবে ভালো ও আকর্ষনীয় ভিডিও বানিয়ে আপলোড করতে হবে। আপনি যে বিষয়ে ভালো চানেন সেই বিষয়ে ভিডিও বানাতে পারেন। যখন আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রইবার এবং ৪০০০ ঘন্টা ওয়ার্চ টাইম হয়ে যাবে তখন আপনি monetization এর জন্য apply করতে পারবেন।এরপর থেকে আপনার ইনকাম শুরু হয়ে যাবে


  • ব্লগিং করে:

আপনি যদি ইন্টানেটে ব্লগিং সম্পর্কে সার্চ করেন তাহালে বুঝতে পারবেন ব্লগিং কতটা জনপ্রিয়। এখন আপনি যদি মোবাইলে ব্লগিং করতে চান তাহালে প্রথমে একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। এক্ষেএে আপনি নিজে মোবাইল থেকে সম্পর্ন ফ্রিতে একটি ব্লগিং ব্লগ তৈরি করতে পারবেন।ব্লগ তৈরি করার পরে আপনি সেখানে নিজের দক্ষতা হিসাবে বিভিন্ন বিষয়ে আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে।মোবাইল দিয়ে ইনকাম করার সব থেকে জনপ্রিয় এবং লাভজনক উপায় হলো ব্লগিং


আপনি যদি সফলভাবে ব্লগিং করতে পারেন তাহলে ব্লগিং থেকে আরও তিনটি উপায়ে ইনকাম করতে পারবেন

মাধ্যম গুলো:

1.অ্যাফিলিয়েট মার্কেটিং 
2.পেইড রিভিউ
         3.গুগল এডসেন্স

আপনারা যদি সঠিক ভাবে ব্লগিং করতে পারেন তাহালে প্রতি মাসে8,000 থেকে 80,000টাকার বেশি আয় করতে পারবেন।


  • ফেসবুক থেকে:

 আপনি আপনার ফেসবুক প্রোফাইলে একটি ফেসবুক PEG তৈরি করে এবং এতে ভিডিও আপলোড করে নগদীকরণের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন।ফেসবুকে আপনার দ্বারা আপলোড করা ভিডিওটি কমপক্ষে 3 মিনিট বা তার বেশি হতে হবে এবং এখানে ভিডিও আপলোড করা ভিডিওটি গত 60 দিনের মধ্যে 30000 বার দেখাতে হবে এবং ভিডিও নগদীকরণের জন্য গত 60 দিনের মধ্যে 7000 PEG  অনুসারী থাকতে হবে তাহলে আপনি ফেসবুক দিয়ে ইনকাম করতে পারবেন


  • ফটোগ্রাফ বা ভিডিও বিক্রি করে:

আপনার ফোন দিয়ে তোলা প্রিয় ছবিগুলো সাইটে শেয়ার করে|আপনি ইনকাম করতে পারবেন ছবি ও ভিডিও বিক্রির জন্য অসংখ্য ওয়েবসাইট রয়েছে। এমন মোবাইল ফটোগ্রাফি বিক্রির কিছুর জনপ্রিয় ওয়েবসাইট বা সার্ভিস হলোঃ

  • ফোপ
  • আইএম
  • স্ন্যাপওয়্যার
  • ড্রিমসটাইম
  • শাটারস্টক




  • অ্যাপস দিয়ে:

Google play store এ বিভিন্ন ধরনের টাকা ইনকাম করার অ্যাপস পেয়ে যাবেন। সেগুলোর মাধ্যমেও আপনারা সাধারণ কিছু কাজ করে টাকা আয় করতে পারবেন।

যেমন:-

  1. সার্ভে কাজ করা
  2. অ্যাপস ডাউনলোড করা
  3. ভিডিও দেখা
  4. গেম খেলা


 ডেলিভারি সার্ভিস:

 আপনার কাছে যদি একটি সাইকেল বা বাইক এবং হাতের কাছে একটি স্মার্টফোন থাকে, সেক্ষেত্রে যুক্ত হতে পারেন ফুডপান্ডা, সহজ ফুড এর মতো ফুড ডেলিভারি সার্ভিসে। এই ডেলিভারি সার্ভিস এর কাজ পার্ট-টাইম ও ফুল-টাইম, আপনার ইচ্ছামত যেকোনো উপায়েই করতে পারেন।পাঠাও, উবার এর মতো রাইড শেয়ারিং সার্ভিসগুলোতে কাজ করা যায়|


 রিসেলিং ব্যবসা:

শুধুমাত্র ফোন ব্যবহার করেই আপনি এই ব্যবসা করতে পারবেন ঘরে বসেই। ধরুন, আপনি 50টাকা দরে এক ডজন কলম কিনলেন এবং100 টাকা দরে বিক্রি করলেন। বাড়তি যে দামে বিক্রি করবেন, সেটাই আপনার লাভ। এটাই হচ্ছে মূলত রিসেলিং ব্যবসার মডেল।বর্তমান সময়ে অনেক শিক্ষিত তরুণরা এই সিস্টেমে ব্যবসা করছে। এবং স্বাবলম্বী হিসেবে গড়ে উঠছে


ইনভেস্টমেন্ট সাইট:

ইনভেস্টমেন্ট সাইটগুলো বর্তমানে আপনাকে টাকা ইনভেস্ট করার বিনিময়ে লাভ দিতে পারে।ব্যাংক যে টাকা রাখার বিনিময়ে সুদ প্রদান করে, এটা আমাদের সকলের জানা। কিন্তু ব্যাংক থেকে উল্লেখ্যযোগ্য পরিমাণ অর্থ লাভ করতে প্রয়োজন বিশাল অংকের অর্থ। এছাড়া অনেকে সুদ অপছন্দ করেন। যেকোনো ইনভেস্টমেন্ট সাইটে যেকোনো অংকের অর্থ ইনভেস্ট এর আগে এটা নিশ্চিত করুন যে, সাইটটি প্রতারক নাকি আসলেই কাজ করে।


মাইক্রোওয়ার্ক সাইট:

ছোটোখাটো অনেক সহজ কাজ, যেমনঃ পোস্ট শেয়ার, ভিডিও দেখা, কমেন্ট করা, অ্যাপ ইন্সটল ইত্যাদির কাজের বিনিময়ে কিছু সাইট অর্থ প্রদান করে থাকে। এসব সাইটকে মাইক্রোওয়ার্ক সাইট বলে। এসব সাইটের সুবিধা হচ্ছে, যেকেউ যেকোনো ডিভাইস এমনকি মোবাইল দিয়েও এসব সাইট থেকে আয় করতে পারে। কিছু জনপ্রিয় মাইক্রোওয়ার্ক সাইট হলোঃ

01.মাইক্রোওয়ার্কার্স
02.পিকোওয়ার্কার্স


ইন্সটাগ্রাম থেকে:

ইন্সটাগ্রাম থেকে টাকা আয় করতে দরকার একটি মোবাইল ও ইন্টারনেট সংযোগের।ইন্সটাগ্রাম থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করার কিছু ----

উপায় হলোঃ

  • স্পন্সরড পোস্ট করে
  • অ্যাফিলিয়েট মার্কেটিং করে
  • নিজের প্রোডাক্ট বিক্রি করে,
  • টাকার বিনিময়ে অন্যের একাউন্ট প্রোমোট 


Post a Comment

Previous Post Next Post