Mobile balance transfer 2022
ব্যালেন্স ট্রান্সফার mobile balance transfer robi GP, BANLALINK খুব সহজে 1 মিনিটে মোবাইল ব্যালেন্স ট্রান্সফার। আমরা অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবে এই সমস্যার সম্মুখীন হয়ে থাকে। হয়তোবা কখনো 20 টাকা লোড দিব কিন্তু ভুল বসত ২০ এর যায় গায় একটি ০ বেশি উঠতে পারে আর তা না দেখলে ২০ এর পরিবর্তে ২০০ টাকা লোড এসে থাকে। মানে ১৮০ টাকা বাড়তি এসে থাকে। আমরা এটি নিয়ে আনেক ভাবে সমস্যার সম্মুখীন হই। আজ আমরা জানব কিভাবে এই টাকাগুলো সহজেই ট্রানস্ফার করতে পারি। এটি সাধারণত যে সিম কোম্পানির সিম এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে সেই কোম্পানি সিম এ - এই ব্যালান্স ট্রান্সফার করতে পারব!
যেমন: গ্রামীণফোন থেকে গ্রামিনফোনে ব্যালেন্স ট্রান্সফার , রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার, বাংলালিংক থেকে বাংলালিংকে ব্যালেন্স ব্যালেন্স ট্রান্সফার।
GP balance transfer :
গ্রামীণফোন থেকে গ্রামীনফোনের ব্যালেন্স ট্রান্সফার
প্রথমত আমাদেরকে মোবাইলের ডায়াল পেড এ গিয়ে *121*1500# ডায়াল করতে হবে।এর পর একটি ফিরতি sms এ পিন আসবে সেটির দ্বারা মূলত ব্যালেন্স ট্রান্সফার করতে হবে। এর পর আবার *121*1500# ডায়াল করতে হবে। এর পর 2 নাম্বার মানে ব্যালেন্স ট্রান্সফার এর জন্য 2 প্রেস করতে হবে। এর পর যে নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিতে হবে। এর পর টাকার পরিমান দিয়ে পিন নাম্বার দিয়ে পিন দিয়ে ওকে করতে হবে। আপনারা এভাবে সর্বনিম্ন ১০ থেকে ১০০ টাকা পর্যন্ত সেই নাম্বারে ব্যালেন্স টান্সফার করতে পারবেন।
mobile balance transfer robi:
রবি থেকে রবিতে ব্যালেন্স ট্রান্সফার প্রথমত *140*6*2# ডায়াল করতে হবে।এর পর টাকার পরিমান দিবেন। মানে কত টাকা ট্রান্সফার করতে চান তা দিবেন এর পর যে নাম্বারে টাকা টান্সফার করবেন সেই নাম্বারটি দিতে হবে ০১৮********।এর পর ওকে করলে সেই কাঙ্খিত নাম্বারটিতে টাকা পৌঁছে যাবে।
Mobile balance transfer :
বাংলালিংক থেকে বাংলালিংক এ টাকা টান্সফার:
*1000# ডায়াল করতে হবে।এর পর 1 ওকে করে তাদের থেকে 4 ডিজিট এর পিন টি নিতে হবে এর পর আবার *1000# ডায়াল করতে হবে এর পর আবার 1 নাম্বার অপশন এ ওকে করতে হবে এর পর 4 ডিজিট এর পিন টি দিতে হবে।এর পর যে নাম্বার টি তে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি দিতে হবে। এর পর টাকার পরিমান দিতে হবে। এর পর ওকে করলে কাজ শেষ। ধন্যবাদ.......
#GP TO GP BLANCE TRANSFER
#ROBI TO ROBI BLANCE TRANSFER
#MOBILE BLANCE TRANSFER 2022
#BLANCE TRANSFER SYSTEM
#BLANCE GIFT SYSTEM