সিমের মালিকানা পরিবর্তন -how to change SIM ownership 2022

ফ্রিতে মোবাইল সিমের মালিকানা পরিবর্তন:

বর্তমান ডিজিটাল যুগে সিম  একটি পরিচিত শব্দ। বর্তমান এ আমরা আমাদের সেলফোন গুলোতে কোন না কোন আপারেটর  এর সিম ব্যাবহার করে থাকি। চলুন সংক্ষিপ্ত পরিসর এ জেনে আসি সিম সম্পর্কে।


সিম কার্ড কী:
সিম একটি স্মাট পরিচয় ব্যাবস্থা বা  আইডেন্টিটি  মডিউল।  সিম ব্যাবহার কারীগন সাধারনত দুই ক্যাটাগরির সিম ব্যাবহার করে থাকেন। এর একটি ক্যাটাগরিতে সিম দৃর্ষমান  আর একটিতে কোন কাড এর প্রোয়জন হয় না।  সিম সাধারনত ছোট একটি চিপ। আপনার ফোন যতই দামি হোকনা কেন যদি সিম লাগানো না থাকে তার কোন দাম নাই।  সিম এর ক্যাটাগরি গুলো হলো ১.GSM
২.CDMA 
CDMA সেবাটি মূলত এমেরিকা বাসি ব্যাবহার করে থাকে এই সেবাটিতে অনপক সুবিধা রয়েছে।বাংলাদেশ এর আপারেটর  গুলো এই সেবা ব্যাবহার না করার কারনে তারা আজ বিলুপ্তির পথে। আনেক আপারেটর  বিলুপ্তিও হয়েছে আনেক আগেই।


সিম কার্ড যে ভাবে কাজ করে:
সিম এ আনেক গুলো ডেটা সংরক্ষন থাকে যার সাহায্যে তথ্য এক আপারেটর  থেকে অন্য  আপারেটর  এ আদান প্রদান এ কোন বাধা পড়ে না। 
সিম সাধারনত তথ্য গ্রহন করে তা IMISএ রুপান্তর করে ছড়য়ে দেয়।
IMIS হলো এমন একটি সিষ্টেম যেইটির সাহায্যে   তথ্য / কথা গুলো ডেটায় রুপান্তর হয়  এবং এর কাংক্ষিত ব্যাক্তির কাছে প্রদান করে।সিমে সাধারনত  ৩০-১২৮ কেবি যায়গা ডেটা সংরক্ষন এর জন্য ফাকা থাকে।

সিম ২ প্রকার :
১.মিনি সিম :যেটি ১৯৯৬ সালে ডেবিট কার্ড এর এর আকৃতির  সে যুগে যারা ফোন ব্যাবহার করত সুধু তারাই চিনত। 
২.মাইক্র সিম:এটি ২০০৩ এ প্রচলন শুরু হয় ।  টার্চ ফোন গুলোতে এটি একটি আতি ক্ষুদ্র চিপ।
সিম এর মালিকানা পরিবর্তন :
আজ আমরা জানবো কিভাবে ঘরে বসে  আমার নিজের ব্যাবহৃত সিম টির মালিকানা পরিবর্তন করবো বিনা মূল্যে।চলুন শুরু করা যাক।

আমার বা আপনার ব্যবহৃত সিম টি  আপনি ভোটার হবার আগে থেকে মোবাইল  ব্যাবহার করলে আবশ্যই আপনাকে কাউরো না কাউরো থেকে সিম টি রেজিস্টার  করে নিতে হয়েছে। এখন আপনি প্রাপ্ত বয়স্ক এখন আপনি চান আপনার নামে রেজিস্টার  করতে  তো চলুন জেনে আসি কেমনে  নিজের নামে মালিকানা  করে নিব। জাবন ৩ টি ধাপে  ।

গ্রামিনফোন- সিম এর মালিকানা  পরিবর্তন:







ধাপ ০১
১ম এ আমাদের কে যে কোন Brouser   এ গিয়ে সার্চ দিতে হবে Grameen sim ownership transfer     এর র আমাদের কে grameen  সিম এর অফিসিয়াল সাইড এ প্রোবেশ  করতে হবে এর পর
১ম আপশন এ আমাদের কে আবশ্যই সেই মোবাইল  নাম্বার টি দিতে হবে যেটির মালিকানা  পবিবর্তন করতে চান।
এর পর NID। নাম্বার টি দিতে হবে ১ম রেজিস্টেষন যার নামে করেছিলেন। এর পর একটি সচল মোবাইল  নাম্বর দিতে হবে।হয়ে গেলে  Add to Chat  করে নিতে হবে।


ধাপ ০২
১.আপনার নাম টি দিতে হবে
২.মোবাইল  নম্বর টি দিতে হবে।
৩,ইমেল দিতেও পারেন নাও পারেন।
৪.জেলা দিতে হবে আপনি যে জেলায় আছেন।
৫.পোষ্ট কোড দিতে হবে।
৬.যে এলাকায় আপনি আছেন সেই এলাকার লোকেশন দিতে হবে।মানে ঠিকানা দিতে হবে।
এর পর
CONTINOU TO REVIEW এ ক্লিক করতে হবে

শেষ ধাপ:
এর পর  COMPLETE  করে নিতে হবে  আপনি যদি ঢাকার ভিতরে হন তা হলে ৮০ টাকা আর এর বাহিরে হলে ১৬০ টাকা ডেলিভারি চার্জ দিতে হবে কারন  তারা আপনার বাসায় গিয়ে সিম এর রিরেজিষ্টেষন  করে দিয়ে আসবে  এ জন্য চার্জ দিতে হবে। 

NOTE:রবি বাংলালিংক ও টেলিটক সিমের কাস্টমার প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করে এর মালিকানা পরিবর্তন করে নিতে হবে.

#robi SIM ownership change
#banlalink SIM ownership change
#Telitock SIM ownership change
#রবি সিমের মালিকানা পরিবর্তন
#বাংলালিংক সিমের মালিকানা পরিবর্তন
#টেলিটক সিমের মালিকানা পরিবর্তন
#গ্রামিন সিমের মালিকানা পরিবর্তন
#সিমের মালিকানা পরিবর্তন 

Post a Comment

Previous Post Next Post