সিলেটে বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত

 




দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকে  আসছে ১৯ জুন থকে  শুরু হবার কথা ছিল শুরু হবার কথা ছিল এস এস সি  
সমমানের  পরীক্ষা  কিন্তু  দেশের বেশ কয়একটি এলাকায় বন্যা হবার কারনে  এসএসসি ও সমমান এর পরিক্ষা স্থগিত এর  নিদেশ  দিয়েছেন  ঢাকা শিক্ষা বোর্ড এর চেয়ারম্যান তপন কুমার সরকার। শুক্রবার (১৭ জুন) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাক্ষরিত পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  তিনি আরও বলেন পরিক্ষার পরবর্তি তারিখ  পরিস্থিতি স্বাভাবিক হলে পরে জানানো হবে।


এ বছর মোট এসএসসি সমমানের পরিক্ষাার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। যা গত বছর এর চাইতে ২ লক্ষ এর আধিক কম।

প্রতি বছর এর মত ৯ টি শিক্ষা বোর্ড ও মাদ্রাসাও কারিগরি বোর্ডের অধিন এ  সারা দেশ এ ৩ হাজার ৭৯০ টি কেন্দ্রে পরিক্ষা  গ্রহন করার কথা আছে।

এবার পরিক্ষার সময় নির্ধারন করা হয়েছিল ২ ঘন্টা, এর মধ্যে  আইকিউ আংশে ২০ মিনিট আর সৃজনশীল  আংশ ১ ঘন্টা ৪০ মিনিট  নেবার কথা আছে।  এর আগে ২৫ জানুয়ারী পদ্মা সেতু উধ্বোদন  এর কারনেও একবার পরিক্ষার সময় সূচি তে পরিবর্তন আনা হয়।

Post a Comment

Previous Post Next Post