প্রশংসায় পঞ্চমুখ ' দিন দ্যা ডে'


ঈদুল আজহা কে সামনে রেখে গত ১০ জুলাই ১৭০ টি হলে এক যোগে মুক্তি পেয়েছে 'দিন দ্যা ডে' দিন বাংলাদেশ ইরান এর যৌথ প্রযোজনায়  নির্মিত একটি ছবি।  এ ছবিতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিও   আলোকচিত্র  অভিনেতা অনন্ত জলিল  ও  প্রয়োজন চিএনায়িকা  আফিয়া নুসরাত বর্ষা।

চলুন এক নজরে যেনে আসা  যাক '  দিন দ্যা ডেসম্পকে: দিন দ্যা  ডে  বাংলাদেশ   ও ইরান এর যৌথ প্রযোজনায়  নির্মিত এবং দেশের ইতিহাসে সব চেয়ে বেশি বাজেট  এর ছবি। যে ছবি নির্মান করতে ব্যায় হয়েছে ১০০  কোটি টাকার ও উপরে।এর আগে ১০০ কোটি টাকার কোন সিমেনা বাংলাদেশ  এ তৈরি হয় নি।বিশ্বের বেশ কয়েট টি দেশে এই সিনেমার খন্ড খন্ড চিএ ধারন করা হয়।  দেশ গুলো হলো :বাংলাদেশ, তুরুস্ক,আফগানিস্তান, ইরান।  এমন ভাবে চিএ ধারন করা হয় দেখলেই গা এর লোম  শিউরে উঠে।ছবিটি  রবিবার এ সেন্সর সনদ গ্রহন করেন।  সেন্সর বোর্ড এর সদস্য রা এর ভূয়সি প্রশংসা  করেন।  অনেক দিন ধরেই এ সিনেমার জন্য দশর্করা  অপেক্ষা করেন।  এ ছবিতে অনন্ত জলিল  অভিনয় করেছেন কমান্ডার এ ভূমিকায়।   এটি নির্মান করেছেন ইরানি ক্ষ্যাতিমান পরিচালোক মুর্তজা অতাশ জমজম।এজে ব্যানারে নির্মিত হয়েছে এ সিনেমাটি।এছাড়া অভিনয় করেছেন 
ইরান এর বেশ কিছু অভিনেতা।

সিনেমার -শো বাড়ল আর একধাপে-

'  দিন দ্যা ডে'  সিনেমার শো আপডেট : দিন দ্যা ডে মুক্তির পর থেকে ঢাকা সহ সারা দেশের সিনেমা হল গুলো  ছিল হাউসফুল। মুক্তির দিন ঢাকার বেশ কিছু নাম করা সিমেনা হলে ছিল উপচেপড়া ভিড় এ সুদির্ঘ লাইন এ নিয়ে ছিল  সিনেমা প্রেমি দর্শক দের  অনেক অভিযোগ। 

এমন অভিযোগ এর কথা বিবেচনা করে  সিনেমা হল মালিক গন  শুক্রবার থেকে  শো এর সংখ্যা বাড়িয়ে  ছেন এর পরেও গত ৪ দিন ধরে 'দিন দ্যা ডে 'সিনেমার সব টিকিট  অগ্রিম বিক্রি। সিনেমা হল মালিক গন জানিয়েছেন যে এলন শো এর সংখ্যা বাড়ানো হয়েছে এখন সবাই  টিকিট পাবেন।এ ছাড়া  বেশ কিছু সিনেপ্লেক্স এ দর্শক এর ঢল সামলাতে বাড়ানো হয়েছে স্কিন এর সংখ্যা। 
#আফিয়া নুসরাত বর্ষা
 #অনন্ত জলিল 
#দিন : দ্য ডে

Post a Comment

Previous Post Next Post