H S C রেজাল্ট দেখা ও মার্কশিট তোলার নিয়ম:যারা অনলানের মাধ্যমে নিজেই নিজের ফোন বা ল্যাপটপ দিয়ে মার্কশিট তুলতে বা রেজাল্ট দেখতে চাচ্ছেন তাদের জন্য আমার এই আরটিকেল।
বর্তমানে করোনা পরিস্থিতি বিবেচনা করে বাংলাদদেশ সরকার শিক্ষপ্রতিষ্ঠান বন্ধ রেখে ঘরে বসে অনলাইনের মাধ্যমে ক্লাস ও এস্যানমেন্ট এর মাধ্য পরিক্ষা নিচ্ছেন এ ছাড়াও সংক্ষিপ্ত সিলেবাস এর মাধ্যমে S S C & H S C সহ বেশ কিছু পরিক্ষা নিচ্ছেন। বর্তমান সময় এ আর রেজাল্ট ঘরে বসেই ইন্টারনেট এর মাধ্যমে নেয়াও যাচ্ছে।
চলুন আমরা জেনে আসি :-
এইসএসসি রেজাল্ট দেখার উপায়:
বিভিন্নজন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে রেজাল্ট দেখে থাকেন। বিস্তারিত:-
১. মোবাইল এর মেছেজ অপসন এ গিয়ে ছাএ বা ছাএির নিদৃষ্ট ডেটা দিয়ে ১৬২২২ নাম্বার এ সেন্ড করলে ফিরতি মেছেজ হিসেবে তার প্রাপ্ত রেজাল্ট টি জানিয়ে দেন। যেটি টেলিটক আপারেটর তত্ত্বাবধায়ন করে। এর জন্য আপারেটর গুলো একটু নিদৃষ্ট চার্জ মেইন ব্যালেন্স থেকে কেটে থাকেন।
মেসেজ দেয়ার নিওম: HSC স্পেস এর পর আপনার বোড এর তিন অক্ষর এর পর স্পেস দিয়ে রোল দিয়ে পাসের সাল দিতে হবে এর পর ১৬২২২ নাম্বার এ পাঠাতে হবে।
যেমন:HSC DHA 169951 2022 SEND 16222
আইইএলটিএস কি..
ইন্টারনেটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য বাংলাদেশ সরকার নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আর সাইত এর মাধ্যমে কোন ঝামেলা ছাড়াই রেজাল্ট দেখতে পারব।
এই জন্য আমাদের কে নিজ নিজ অফিসিয়াল বোর্ড সাইড এ প্রবেশ করতে হবে। এর পর রেজাল্ট দেখার অপশন এ প্রোবেশ করতে হবে।এর পর HSC সিলেক্ট করতে হবে।এর পর আপনি কত সালের পরিক্ষাথী তা সিলেক্ট করে নিতে হবে।এর পর আপনাকে আপনার শিক্ষা বোর্ড সিলেক্ট করে নিতে হবে। যেমন ঢাকা হলে ঢাকা সিলেক্ট করে নিবেন বরিশাল হলে বরিশাল দিতে হবে । এর পর রেজিষ্টেশন কার্ড এর রেজিস্টার নাম্বার মানে আপনার রেজিষ্টার নাম্বার টি তুলতে হবে এর পর রোল নাম্বার দিয়ে শেষ পযায় এ নিচে থাকা কোড টি খালি ঘরে লিখে সাবমিট করে দিলে আপনি আপনার কাংক্ষিত রেজাল্ট টি দেখতে পারবেন
মার্কশিট সহ রেজাল্ট দেখার নিয়ম:
- ১ম এ আমাদের কে রেজাল্ট দেখার জন্য www.eboardresult.com সাইড এ প্রবেশ করতে হবে।
- এর পর ইন্ডিভিজুয়াল রেজাল্ট এ ক্লিক করতে হবে।
- এর পর আপনি যে বোর্ড এর অধিন পরিক্ষা দিয়েছেন সেই বোর্ড সিলেক্ট করতে হবে।
- এর পর রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার সঠিক ভাবে দিতে হবে।
- এর পর ক্যাপচার এ যা যা আছে তা হুব হু তার নিচের খালি ঘরে লিখতে হবে এর পর সাবমিট এ ক্লিক করলে আপনার সামনে আপনার প্রাপ্ত ফলাফল এ শিট দেখতে পারবে তা ডাউনলোড এ প্রিন্ট ও করতে পারবেন সেই খান থেকেই আপনারা চাইলেই যে কোনও বোর্ড এর রেজাল্ট এক স্থান থেকে + একই ডিভাইস থেকে নিতে পারবেন এর জন্য সুধু আপনি যার রেজাল্ট নিবেন তার সঠিক তথ্য গুলো দিবেন যেমন : রোল, রেজিষ্টশন নাম্বার, কোন বোড থেকে পরিক্ষা দিয়েছে তার সঠিক নাম দিয়ে সাবমিট করলে কোন ঝামেলা ছাড়ায় রেজাল্ট পাওয়া যাবেন।
ধন্যবাদ,