অনলাইনে NID সংশোধনের নিয়ম


মোবাইল দিয়ে এনআইডি কার্ড সংশোধন :
 
এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র হলো আমাদের জন্য একটি গুরত্বপূর্ন বিষয়। আর অনেকেরি জাতীয় পরিচয় পএে বা nid কাড এ অনাকাঙ্ক্ষিত ভাবে ভূল হয়ে থাকে। আর তা আমরা খুব সহজে ঘরে বসে মোবাইল দিয়ে সংশোধন করতে পারব। ভোটার আইডি সংসোধন এর ১ম ধাপ: আইডি কার্ড এর ভূল টি সংশোধন এর জন্য আমাদের কে ১ম এ মোবাল এর মাধ্যম বা ডিভাই এ নেট কানেকনশ দিয়ে নির্বাচন কমিশন এর নিদৃষ্ট সাইড এ প্রোবেশ করতে হবে। এর পর একটি ইউজার id খুলে নিতে হবে। আর account খোলার জন্য অবশ্যই নিজের মোবাইল নম্বর,ভোটার আইডি,ও জন্ম তারিখ সঠিক দিতে হবে তা না হলে account এ প্রবেশ করা যাবে না। আর যথসযথ প্রমান দিয়ে আবেদন করলে ১৫/২০ দিনেন মধ্যে এর সংশোধন কপি আমরা পেয়ে যাব। জাতীয় পরিচয়পএের যে বিষয় গুলো সংশোধন কার যাবে ব্যাক্তিগত তথ্য পরিবর্তন ঠিকানা পরিবর্তন করা যাবে এলাকা পরিবর্তন করা যাবে ছবি পরিবর্তন করা যাবে যথা যথ তথ্য প্রমান দিলে জন্ম তারিখ ও পরিবর্তন করা যায়।

মোবাইল দিয়ে টাকা আয় করার  উপায়...


  ব্যাক্তিগত তথ্য সংশোধন এর জন্য যা প্রয়োজন:

  • S S C / H.S.C আথবা সমমানের পরিক্ষার সনদ
  •  জন্ম সনদ
  •  অথবা লাইসেন্স
  •  এছাড়া বিবাহের কাবিন নামা দিয়েও করা সম্ভব

  পিতা মাতার নাম সংশোধন এর জন্য যা প্রয়োজন: 

S S C / H.S.C আথবা সমমানের পরিক্ষার সনদ আথবা পিতা / মাতার জাতীয় পরিচয় পএ অথবা মাতা / পিতার জন্ম সনদ। জন্ম সনদ এছাড়া চাকরী জীবিদের জন্য তাদের আফিস প্রতয়ন পএ। এছাাড়া যদি কেউ তার NID এর ঠিকানা পরিবর্ত করতে চান তা হলে তাদের সাইডে প্রবেশ করে উক্ত ফরম পূরনের মাধ্যমে আবেদন করতে হবে।
 এছাড়া নির্ধারিত ফি প্রদান করতে হবে ব্যাংক অথবা মোবাইল এর মাধ্যমে।

 
  পরিচয় পএ সংশোধন এর ফি 

  • NID তথ্য সংশোধন-২৩০ টাকা 
  • রিইস্যু জরুরি-৫৭৫ টাকা
  •  রিইস্যু-৩৪৫ টাকা
  •  দুই এর অধিক তথ্য সংশোধন-৩৪৫ টাকা 
  • অন্য তথ্য সংশোধন-১১৫ টাকা



  সংশোধন এর নিয়মাবালি:

তাদের সাইডে প্রবেশ করে তথ্য দিয়ে রেজিস্টার করার পর ডকুমেন্ট এর যাবতীয় কপি অপলোড করতে হবে।অবশ্যই স্কানার কপি হতে হবে।আবশ্যই ছবি ও ডকুমেন্ট এর মান ভালো থাকতে হবে এর পর সব তথ্য দেয়া হয়ে গেলে আপনাকে ফেস স্কান করতে হবে যেটা অত্যাবশ্যক। এর মাধ্যমে তারা অপনাকে ভেরিফাই করে নিবেন। তবে সফল ভাবে রেজিস্ট্রেশন এর পর যা যা ভূল আছে তা সংশোধন করে নিতে হবে।আপনি যে যে তথ্য সংশোধন করবেন তার বাম পাশের টিক এ ক্লিক করতে হবে। সব কিছু ঠিক মত সংসোধন করা হয়ে গেলে ফি প্রদান করতে হবে বিকাশ বা রকেট এর মাধ্যমে।



  বিকাশ- এর মাধ্যমে ফি প্রদান:
১ম এ বিকাশ app এ লগিন করার পর পে বিল অপশন এ প্রবেশ করতে হবে এর পর NID। অপশন টি বাছাই করে নিতে হবে। এর পর আবেদন এর ধরন টি বাছা করে নিতে হবে।এর পর যে পরিচয়-পএ টি সংশোধন করবেন সেই টির নম্বরি দিতে হবে ১০/১৭/১৩ যার যত টি ডিজিট আছে সব গুলোই দিতে হবে। তবে ১০/১৩ ডিজিটের গুলোতে আগে তাদের জন্ম সাল টি দিতে হবে।এর পর বিকাশ পিন নাম্বর দিয়ে সফল ভাবে ফি প্রদান করতে হবে। এর পর শেষ ধাপে আপনার ছবি ও ডকুমেন্ট গুলো আপলোড করে সাবমিট করতে হবে

Post a Comment

Previous Post Next Post