বিদেশী মোবাইল রেজিস্ট্রেশন করার নিয়ম,মোবাইল রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে


 বিদেশী মোবাইল  রেজিস্ট্রেশন  করার নিয়ম :

আমাদের অনেক  স্বজনদের মধ্যে অনেকে নানা কারনে  বিদেশে গমন করে থাকে আর সেই  স্বজনদের কাছ থেকে ফোন বা অন্য কিছু উপহার পেয়ে থাকি।  আর সেই ফোন গুলো আমাদের দেশে আনার পর আবৈধ বলা হয়। কারন কোন কোম্পানি যদি ফোন গুলো নিয়ে আসছো তাহলে তারা অবশ্যই শুল্ক বা  করে দিয়ে নিয়ে আসতো। কিন্তু আত্মীয়-স্বজনের নেতাজি নিয়ে আসে না আর তা দেওয়ার প্রয়োজন হয় না, তাই সেই বিভাগগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার বা সেইগুলোকে অবৈধ বলা হয়।


অবৈধতা কি :

কোন পণ্য বা কোনো সেবা সঠিক দাম দিয়ে  গ্রহণ করার পরেও  যদি সেই  সেই পণ্যের ওপর নির্ধারিত কর বা শুল্ক যদি না দেয়া হয়    তাহলে সেই পণ্য ভাষা হিসেবে টিকে অবৈধ বলে ঘোষণা করা হয়।


বৈধতা :
ঠিক অবৈধ এর বিপরীত। কোন পণ্য বা সেবা গ্রহণ করার পর তার ওপর নির্ধারিতদাম  প্রদান এবং কর দেয়ার পর যদি সেই সেবাটি গ্রহণ করা হয় তাহলে সেটাকে বৈধ বলে ঘোষণা করা হয়

চলুন জেনে নেয়া যাক বিদেশ থেকে ফোন আনার পর কিভাবে রেজিস্ট্রেশন করব সেই বিষয়গুলো খুঁটিনাটি।


মোবাইল ফোন রেজিস্ট্রেশ এর নিয়ম :

কোন এক সময় বিদেশ থেকে ফোন নিয়ে আসার পর শুধু সিম লাগিয়ে সেই সিম টি এ কোন ঝামেলা ছাড়াই ব্যবহার করা যেত।,  বর্তমান সময়ে কোন ফোন বা হ্যান্ডসেট নিয়ে আসলে তা বৈধকরণ  ছাড়া ব্যবহার করা সম্ভব না।কোন ফোনে  সিম লাগালেই  যাবতীয় ডাটা বাংলাদেশ সরকারের অধীনে বিটিআরসির ডেটাবেজ এ অটমেটিক চলে যায়।  আর যদি আমরা তা বৈধকরণ বারিস্টার না করি তাহলে আমাদের ফোনটি অটোমেটিক কল বা সার্ভিস বন্ধ হয়ে যাবে

 মোবাইল দিয়ে টাকা আয়...

মোবাইল ফোনের আইএমইআই নাম্বার চেক করার নিয়ম :
প্রথমে ডিভাইস টি হাতে নেয়ার পর গ্রাহককে অবশ্যই কেউ আইডি 15 ডিজিটাল আইএমইআই নাম্বার টি লিখে 16222 নম্বরে এসএমএস করতে হবে। আর হ্যান্ডসেটটি বৈধ কিনা তা বিটিআরসি একটি ফিরতি এসএমএস এর মাধ্যমে তা জানিয়ে দিয়ে দিবে।এছাড়া গ্রাহক কিপের ডায়াল করে *#০৬# ডায়াল  করে আইএমইআই নাম্বার জানতে পারবেন ।     বর্তমান সময়ের হ্যান্ডসেটগুলো তে দুইটি সিমের শহর থাকার কারণে দুইটি আইএমইআই নাম্বার হয়ে থাকে আর এই দুটোর মধ্যে যে কোন একটি বিটিআরসি-এর ডাটাবেজে থাকে।


বিকাশ থেকে ১২৫ টাকা free


রেজিস্ট্রেশন করার উপায় :
:বিদেশ থেকে উপহার কৃত ফোনটিকে বিদেশ থেকে আনা ফোনটিকে 10 দিনের মধ্যে যদি রেজিস্ট্রেশন করা না হয় তাহলে তোমার জন্য ভিতরে ফোনটি অবৈধ হবে অবৈধ বলে বিবেচিত হবে এবং ফোনটা অটোমেটিক সার্ভিস বন্ধ  হবে।

প্রথমে আমাদেরকে বিটিআরসির নির্ধারিত সাইটে গিয়ে ব্যক্তিগত একাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে এরপর সাইটের  SPECIAL REGISTRWTION সেকশন এ  প্রবেশ করার পর তথ্য দেয়ার আগে অবশ্যই নির্দেশে গুলো পড়ে নিব। এর পর মোবাইলটি রেজিস্ট্রেশন করার জন্য আইএমইআই নাম্বার দিয়ে  ডায়াল প্যাড এ গিয়ে  *#০৬# ডায়াল করে বের করে নিব বা প্যাকেট থেকে বার কোডের  টোকন দুটি সংগ্রহ করে নিব  যেটিতে ১৫ ডিজিটের IMEI নাম্বাটি থাকে।এর পর সাইটটিতে রেজিস্ট্রেশন করার পর ডকুমেন্ট ও ছবি এর স্ক্যানার কপি  যোগ করব।এর পর মোবাইল ফোনটি  রেজিস্ট্রেশন  হয়ে গেলে তা SMS এর মাধ্যমে  জানিয়ে দিবে। এর জন্য অবশ্যই  সেই ফোনটির উপর সরকার নির্ধারিত কর বা  ট্যাক্স দিতে হবে।


বিদেশ থেকে যতটি মোবাইল  অনা যাবে:
আমরা আনেকে ভাবি যে আমার কোন আত্মীয় বিদেশে থাকে তার সাথে কথা বলে কর না দিয়ে কম দামে ফোন এনে ব্যাবস্য করব আর এতে আমার অনেক লাভ থাকবে, এই ধারনাটি পুরটাই ভূল। যদি আমি,বা আপনি / কেউ বিদেশ এ থেকে থাকে তা হলে সে উপহার পাঠাতে পারবে কোন নিধারিত সময়ের মধ্যে কর না দিয়ে ১/২ টি মেবাইল আনতে পারবে। এর বেশি না আর যদি কর দিয়ে আনে তা হলে সর্বচ্চ ৬ টি মোবাইল  ফোন আনতে পারবে।

বর্তমান সময়ে বাংলাদেশের কোন ফোন দিবি করে দিয়ে নিয়ে আসা হয় তাহলে অবশ্যই সেই ফোনটিকে করে দিয়ে বরণ করে নিতে হবে তা না হলে সেই ফোনটি ব্যবহার করা সম্ভব হবে না।


হাতের মোবাইলটি বৈধ কিনা যাচাই করুন :

   আপনার মোবাইল  টি বৈধ কি না  অথবা IMEI  FREE জানতে পারবেন এর জন্য আপনাকে আপনার মোবাইল এর SMS  অপশন এ গিয়ে   KYD লিখে স্পেস দিয়ে  ১৬০০২  এ পাঠাতে হবে এর কিছুক্ষন  এর মাঝে   BTRC  থেকে  একটি ফিরতি  SMS  এর মাধ্যমে আপনার ফোনটির IMEI নাম্বার এবং বৈধ কী না তা জানীয়ে দিবে।এটির জন্য কোন চার্জ দিতে হয় না।


BTRC.  এর সরকার নিধারিত সাইড নাম:
                                                     neir.btrc.gov.bd

1 Comments

Previous Post Next Post