ই-পাসপোর্ট করার নিয়ম:
পাসপোর্ট করতে এখন আর নয় ঝামেলা আমরা আজ এমন একটি বিষয় জানব। তা হলে মোবাইল দিয়ে কেমন করে ই-পাসপোর্ট এর জন আবেদন করতে হয়। ই-পাসপোর্ট বলতে মূলত ইলেকট্রনিক পাসপোর্ট কে বোঝানো হচ্ছে। চলুন এবার জানা যাক ই -পাসপোর্ট এর জন্য কেমন করে অনলাইন এ আবেদন করতে হয়।
সাধন পাসপোর্ট: এই পাসপোর্ট এর জন্য অনেক ঘুরতে হয় এতে টাকা এবং সময় দুটি অপচয় হয় তবুও পাসপোর্ট পাওয়া যায় না। আর তাই সরকার ই-পাসপোর্ট এর ব্যাবস্থা করেছেন যা ঘরে বশেই আবেদন করতে পারি।এখন আর দালাল টাকা দেবার প্রয়জন নেই।
ই-পাসপোর্ট আবেদন:
Apartment এর দিন সাথে যা যা নিয়ে যাবেন :
১,প্রিন্ট সামারি।
২.application from.
৩.nid কাড এর ফটো কপি।
৪. পেমেন্ট স্লিপ
৫.নিকাহ নামার কপি যদি বিয়ে হয়।
৬.অঙ্গিকার নামা।
সাধন পাসপোর্ট: এই পাসপোর্ট এর জন্য অনেক ঘুরতে হয় এতে টাকা এবং সময় দুটি অপচয় হয় তবুও পাসপোর্ট পাওয়া যায় না। আর তাই সরকার ই-পাসপোর্ট এর ব্যাবস্থা করেছেন যা ঘরে বশেই আবেদন করতে পারি।এখন আর দালাল টাকা দেবার প্রয়জন নেই।
ই-পাসপোর্ট আবেদন:
১ম আমাদের কে সরকার অনুমোদিত সাইড www.epassport.gov.com সাইড এ প্রবেশ করতে হবে।এর পর Directly to online application এ ক্লিক করতে হবে। এর পর check availability of e-passport in your region. এ ক্লিক করে যদু আমরা বাংলাদেশ থেকে আবেদন করি তা হলে yes দিতে হবে।এর পর country ও mission। সিলেক্ট করে নিতে হবে।এর পর continue এ ক্লিক করতে হবে তার পর আমাদের District দিতে হবে এর পর police station সিলেক্ট করে নিতে হবে।
এর পর continue এ ক্লিক করতে হবে এর পরemail address দিতে হবে।এর পর হিউম্যান রোবট ভেরিফাই করে নিতে হবে।এর পর continue এ ক্লিক করতে হবে। এর পর ফোন নাম্বার টি দিতে হবে অবশ্যই সচল হতে হবে।এর পর ভেরিফাই continue এ ক্লিক করতে হবে এর পর একটি password দিতে হবে সেই password টি আবার দিতে হবে।এর পর nid এর নাম দিতে হবে।
এর পর given name এ প্রথম নাম টি দিতে হবে।এর পর শেষ নাম টুকু দিতে হবে। এর পর দেশ ও নাম্বার টি দিতে হবে।এর পর continue এ ক্লিক করতে হবে।এর পর email এর মাধ্যমে ভেরিফাই করে নিতে হবে।এর পর sign in করতে হবে।ুর পর সেই। email ও পাসওয়ার্ড টি দিয়ে লগ ইন করে নিতে হবে।এর পর apply for a new e-possport। এ ক্লিক করতে হবে।এর পর আমাদের কে পাসপোর্ট টাইপ সিলেক্ট করে নিতে হবে।
এর পর sav and continue এ ক্লিক করতে হবে।এর পর আমাদের কে আমাদের Nid অনুযায়ী পুরো address দিতে হবে।এর পর present addresr ও parmanent address দিতে হবে এর পরের ধাপ এ আমাদের যদি আগে passport থাকে তা হলে তা হলে yes। সিলেক্ট করবো আর না থাকলে no idon,t have any previous passport সিলেক্ট করে নিতে হবে।এর নিচে no i don't have সিলেক্ট করে নিতে হবে এর পর নিচে nid নাম্বার যে অবেদন করবে তার nid। নাম্বার টি দিতে হবে।
এর পরsave& continue এ ক্লিক করতে হবে। এর পর পিতামাতার তথ্য দিতে হবে।তাদের nid। অনুসারে।
এর পর বিবাহের আবস্থা সিলেক্ট করবে হবে । দিয়ে একটি এর পর emergency content এ আপনার পরিবার এর কাউরে নাম নাম্বার ও অন্য অন্য তথ্য দিয়ে পূরন করে নিতে হবে এর পর শেষ ধাপ এ আপনার passports এর পেজ সিলেক্ট করে নিতে হবে ৪৮/৬৫ পাতা এর পর validity 5/10 সিলেক্ট করে নিতে হবে।
এর এতে আপনার টাকা কমা বাড়া হবে। এর পর save& continue এ ক্লিক করতে হবে এর পর ডেলিভারি টাইম কমা বাড়া হলে টাকাও কম বেশি হবে তাড়া তাড়ি নিলে ৮০৫০ টাকা আর রেগুলার নিলে ৫৭৫০ টাকা চার্জ নিবেন।এর পর তারিখ সিলেক্ট করে নিতে হবে এর পর আবার save &continue এ ক্লিক করতে হবে.
এর পর পেমেন্ট করতে হবে যা করতে হলে ব্যাংক এর মাধ্যমে তবে সাথে পেমেন্ট এর চালান ফরম টি ডাউন লোড দিয়ে সাথে নিয়ে যেতে হবে।
বিমানবালা হওয়ার উপায়...
Apartment এর দিন সাথে যা যা নিয়ে যাবেন :
১,প্রিন্ট সামারি।
২.application from.
৩.nid কাড এর ফটো কপি।
৪. পেমেন্ট স্লিপ
৫.নিকাহ নামার কপি যদি বিয়ে হয়।
৬.অঙ্গিকার নামা।