how to use e sim- ই সিম কার্ড -E SIM

 
ই সিম :

সিম:আমাদের সাবার কাছে একটি পরিচিত  ছোট বস্তু।সিম এটি এমন একটি বস্তু  যেটা আমাদের জীবনের দৈনন্দিন কাজ গুলোর সাথে কোন না কোন ভাবে জড়িয়ে যায়। আমরা যদি কোথাও তাৎক্ষণিক যোগাযোগ করতে চাই তা হলে সবার প্রথমে আমাদের মাথায় আসে ফোন কল। ফেন কল এর সাহায্যে কোন বাধ্য বাধকতা ছাড়াই  কাঙ্খিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারতেছি। আর এই ফোনকলটি সংগঠিত করতে  আমাদের ফোনে যে বস্তু টি অতি প্রয়োজন তা হচ্ছে সিম। সিম এ সংগৃহিত নাম্বার টি ডায়াল করে আমরা যোগাযোগ  করে থাকি। এর জন্য সিম কোম্পানিগুলোর চার্জ নিয়ে থাকে। আমাদের দেশে অনেকগুলো সিম অপারেটর কোম্পানি রয়েছে। যেমন :গ্রামিনফোন,রবি,বাংলালিংক,টেল িটক  ইত্যাদি।

গ্রামীণফোন :

এটি একটি বাংলাদদেশ  সিম আপারেটর  কোম্পানি তারা সাধারন  মানুষ দের তাৎক্ষণিক সেবা প্রদান করে থাকে। যেটিকে মোবাইল টেলিকমিউনিকেশন সার্ভিস হিসেবে অভিহিত করা হয়। এর জন্ম ১৯৯৭ সালে। গ্রামীণফোনের হেড কোয়ার্টার হচ্ছে বাংলাদেশ,ঢাকা-বসুন্ধরায়,
2020 সালে গ্রামীণফোনের মোটর রেভিনিউ ছিল 1 দশমিক 7 বিলিয়ন ডলার। যা প্রতিনিয়ত বেড়েই চলছে।এর নিট ইনকাম 35 দশমিক 2 বিলিয়ন ডলার 2018 সালে। 2020 সালে এর মোট কর্মচারীর সংখ্যা ছিল ২০৮৬ জন।।গ্রামীণফোন সিম কোম্পানি সাধারনত দুইটি সিরিজ এর সিম গ্রাহকদের দিয়ে থাকে একটি 017 আপরটি 013  .  প্রতিটিতে ১৩ ডিজিট  এর একটি করে নাম্বার যা আলাদা আলাদা, শুরু 880 দিয়ে এর পর 0  থেকে নাম্বার গননা করা হয়।এই সিম কোম্পানি তাদের অনেকগুলো সেবা পরিচালিত করতেছি। তাদের সেবাটি উপভোগ করার জন্য প্রতিনিয়ত নতুন নতুন অফার  দিয়ে যাচ্ছেন এছাড়াও নতুন দের জন্য বিসাল ছাড় দিচ্ছেন।তাদের সেবা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্টারনেট প্যাক, মিনিট প্যাক, অফার, ফ্লাক্সি প্লান, রেচার্জ, জিপি স্টর, লোকেটর, এছাড়া বিনোদন উপভোগের রয়েছে বাইস্কোপ প্যাক, এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন সিরিজের ফোন গুলো খুব সাশ্রয়ী মূল্যে দিয়ে যাচ্ছেন। বর্তমানে গ্রামীণফোনের  CEO হচ্ছেন  Yasir Azman.

e-sim :
ই সিম হচ্ছে এমন একটি মাধ্যম দ্বিতীয় কোন সিম ছাড়াই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে লোকের সঙ্গে যোগাযোগ করা যাবে। অবিশ্বাস্য হলেও সত্যি যে বাংলাদেশে একটি অতি শিঘ্রই চালু হতে যাচ্ছে। মিসিং কার হচ্ছে এমন একটি বিষয় যেটি হচ্ছে আমাদের নরমাল সিমের মধ্যে এটি দৃশ্যমান নয় এটি একটি ভার্চুয়াল সিমকার্ড যেটিকে আমরা ধরতে  পারব না। ই সিম এ কার্ডে রয়েছে অনেক অনেক সুবিধা। যা আমরা আজকে জানবো।

ই সিম কার্ড কি : e- sim  এর পূর্ন নাম হলো:embedded  subscriber module

.এটি সাধারণত একটি ভার্চুয়াল সিম কার্ড যা ফোনের মধ্যে ইন্ট্রিগেটেড করা থাকে। চলুন জেনে নেয়া যাক কিভাবে আমরা এই সিমটি ব্যবহার করব।
ই-সিম এর ব্যাবহার:আমরা সাধারণত যে সকল সিম কোম্পানিগুলো সিমটি ব্যবহার করব বা যে  অপারেটর এর  সিম ব্যবহার করব তারা আমাদের সিমের এর এগিনেক্সট এ একটি কোড বা একটি নাম্বার  প্রদান করবেন। যেটি আমাদের এ স্মার্ট ফোনে সেট করে নিলেই স্বয়ংক্রিয়ভাবে সার্ভিসটি উপভোগ করতে পারব। চালু হয়ে গেলেই আমরা সেই আগের মতই সমস্ত সুবিধা ভোগ করতে পারব। e-sim শুধু থাকলেই হবে না মিসিং সাপোর্ট করার জন্য আমাদের স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসে থাকতে হবে স্মার্ট ডিভাইস এ অবশ্যই ই  সিম সাপোর্টেড হতে হবে। বাংলাদেশেই ইসিম সুবিধা বর্তমানে এভেলেবেল নয় তবে গ্রামীণফোন সিম কোম্পানি ছোট্ট পরিসরে এই সুবিধাটি চালু করতে যাচ্ছে।যেটির নাম ফোরজি ই-সিম ব্যবস্থা. দির্টি গ্রামীণফোন 4g ই-সিম ৭ মার্চ জিপি অনলাইন শপ এবং নির্দিষ্ট গ্রামীণ সেন্টারগুলোতে পাওয়া যাবে। e-sim গুলো সাধারণত দুই ক্যাটাগরিতে পাওয়া যায় প্রিপেইড এবং পোস্টপেইড। সিমে অনেকগুলো সুবিধা রয়েছে তার মধ্যে দুটি হল

১.  সিম এ কোন ধরনের স্লট ব্যবহার করতে হবে না
২. ই সিম হারানোর ভয় বা রিপ্লেস এর জামেলা নেই।
৩.সিম খোলা খুলির ঝামেলা নেই।
৪.কোড ডায়াল করে সিম এক ডিভাইস থেকে অন্য ডিভাইস এ স্থানন্তর।
৫.একই ফেনে একাধিক সিম ব্যাবহার এর সুবিধা।
৬.ই-সিম পরিবেশ  বান্ধব সিম।

চলুন যেনে নেয়া যাক কেন কেন ডিভাইস  এ ই-সিম সাপোর্ট  করতেছে।

iphon 

১.iphon 13,13pro max,mini
2.iphone12,12 promax,mini
3.iphone se.
4.iphone11,11promax, mini.
5.iphone XR
6.iphon XS,SX MAX.
7.I pad pro 12.9 inch(4th genaretion)
8.i  pad pro 12.9 inch(3rd genaretion)
9.i pad pro 11  inch(2nd genaretion)
10.i pad pro 11 inch(1st genaretion)
11.i pad Air(4th genaretion)
12.ipad Air (3rd genaretion)
13.ipad (8th genaretion)
14.ipad (7th genaretion)
15.ipad mini (5th genaretion)


samsung

1.Samsung Galaxy S22 5g, ultra 5G,s22+
2.samsung Fold LtE model
3..Samsung Galaxy Z fold 5g
4. Samsung Galaxy z flip 5G
5.Samsung Galaxy Z flip
6.Samsung Galaxy z fold2 5g
7.Samsung Galaxy fold
8.Samsung Galaxy s22+5g
9.Samsung Galaxys21 ultra 5g
10Samsung Galaxy note 20 FE 5G.
11.Samsung Galaxy NOTE 20FE.
12.Samsung Galaxy NOTE 20,20+,20 Ultra,ultra 5g.
13.Samsung Galaxy s20,s20+,s20 ultra.


Google pixel

1.Google pixel 6
 2.Google pixel 6 pro
3.Google pixel 5a 5G
4.Google pixel 5
5.Google pixel 4a
6.Google pixel 4
7.Google pixel 3 and 3XL
8.Google pixel 2

গ্রামীণফোন নিয়ে আসছে পরিবেশবান্ধব eSIM esim,e sim card,how to use e sim, esim samsung, esim samsung, esim supported mobile phones, what is esim,How to registration e Sim, e sim card in bangladesh, esim mobile, esim bangladesh, how esim works, e sim ki, airtel esim bangladesh, esim activation, how to activate esim in iphone, esim grameenphone, esim setup, how to set up esim, ই সিম, e-sim in bangladesh, ই সিম কার্ড কি, ই সিম বাংলাদেশ, ই সিম বাংলাদেশে, ই সিম বাংলাদেশে, ই সিম কার্ড

Post a Comment

Previous Post Next Post